কুমিল্লায় ১৪০ কেজি গাঁজা পাচার, মাইক্রোবাস জব্দ
- বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা
- ২২ জুন ২০২৪, ০৩:০১
কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া এলাকায় অভিযান চালিয়ে ১৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক বহনকারী একটি টয়োটা মাইক্রোবাস জব্দ করা হয়।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার এস আই নুরুল ইসলাম ও এএসআই সাইফুল আলম সিদ্দিকী বুড়িচং থানার পাঁচোড়া দক্ষিণ-পশ্চিম পাড়া নুর মসজিদ সংলগ্ন পাকা রাস্তায় চেকপোস্ট বসিয়ে ডিউটি করাকালীন একটি টয়োটা মাইক্রোবাসকে গতিরোধের সঙ্কেত দিলে গাড়ি রেখে চালকসহ আরো দুই ব্যক্তি পালিয়ে যায়।
পরবর্তী সময়ে স্থানীয় মেম্বার ও এলাকাবাসীর উপস্থিতে গাড়িতে তল্লাশি করে সাতটি চটের বস্তায় ১৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কামরান হোসেন বলেন, এ ঘটনায় বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা