আদমদীঘিতে লক ভেঙে মোটরসাইকেল চুরি
- আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
- ২২ জুন ২০২৪, ০৩:০১
বগুড়ার আদমদীঘিতে লক ভেঙে পালসার ১৬০ সিসি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার সান্তাহার পৌর শহরের নতুন বাজার মসজিদসংলগ্ন এলাকায় এ চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সান্তাহার পৌর শহরের নতুন বাজার মসজিদসংলগ্ন এলাকায় নিজ বাসার সামনে ইশতিয়াক হোসেন চৌধুরী নামের এক মোটরসাইকেল মালিক গত বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯টায় তার নিজ বাসার সামনে পালসার ১৬০ সিসি মোটরসাইকেল ঘাড় লক করে বাসার ভিতরে যান। কিছুক্ষণ পর বাসা থেকে বের হয়ে দেখে তার মোটরসাইকেল আর নাই। তিনি সাথে সাথে আশপাশে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলের কোনো সন্ধান পাননি। পরে গতকাল শুক্রবার বিকেলে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ করেন ইসতিয়াক হোসেন চৌধুরী।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ও চোরকে গ্রেফতারের তৎপরতা চলছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা