১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভোলাহাট স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের রজতজয়ন্তী পালিত

-

ভোলাহাট স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ২৫ বছর পূর্ণ হয়ে ২৬ বছরে পা রাখায়থ রজতজয়ন্তী উৎসব পালন করা হয়েছে। ভোলাহাট স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে গত বুধবার মোহবুল্লাহ মহাবিদ্যালয় কলেজ মাঠে অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল ওয়াহিদ টরিকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। এ সময় বক্তব্য দেন একুশে পদকপ্রাপ্ত জিয়াউল হক, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, ভোলাহাট সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামাল উদ্দিন, মোহবুল্লাহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রহমত আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক প্রমুখ।
আলোচনা শেষে কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। আলোচনার পূর্বে এক বর্ণাঢ্য র‌্যালি কলেজ চত্বর থেকে বের হয়ে মেডিক্যাল মোড়ের প্রধান প্রধান সড়ক দক্ষিণ করে।


আরো সংবাদ



premium cement