১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফরিদগঞ্জে ৯০টি চামড়া কিনে ক্রেতা কসাই আলমগীর পলাতক

-

চাঁদপুরের ফরিদগঞ্জে দক্ষিণ লড়াইর চর বাইতুন নবী দাখিল মাদরাসায় দান করা চামড়া বিক্রির পর ক্রেতা কসাই আলমগীর পলাতক রয়েছে। ক্রেতাকে খুঁজে না পেয়ে অবশেষে গত মঙ্গলবার বিকেলে মাদরাসার মাঠে মাটিতে পুঁতে ফেলা হয়েছে চামড়াগুলো।
প্রত্যক্ষদর্শীরা জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এই এলাকার কোরবানি করা গরু ও ছাগলের চামড়া গত সোমবার বিকেলের মধ্যে দান করা হয়। মাদরাসার মোট ৯০টি চামড়া বিক্রির জন্য নির্ধারণ করলে বিকেলে কয়েকজন ক্রেতা ক্রয় করার জন্য দাম করে যান ।
গত সোমবার বিকেলে পাশের এলাকার কসাই আলমগীর প্রতিটি চামড়া ৬২০ টাকা দরে মোট ৯০টি চামড়া ক্রয় করে পাঁচ হাজার টাকা বায়না করে যায়। রাতে বাকি সব টাকা দিয়ে চামড়া নিয়ে যাওয়ার কথা হয়। কিন্তু মঙ্গলবার সকাল থেকে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার স্ত্রীর সাথে যোগাযোগ করা হলে চামড়া নিয়ে কোথাও গিয়েছে বলে জানান। এ দিন দুপুর পর্যন্ত না পেয়ে অন্য ব্যবসায়ীদের দেখালে তারা বলেন চামড়াগুলো নষ্ট হয়ে গেছে।
মাদরাসার সুপার মাওলানা আফলাতুন কায়সার জানান, মাদরাসায় এলাকাবাসীর দান করা চামড়া কসাই আলমগীরের কাছে বিক্রি করেছি। সে টাকা পরিশোধ করে চামড়া নেয়ার কথা ছিল। কিন্তু তাকে তার বাড়িতে ও বিভিন্ন ভাবে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। এখন চামড়াগুলো নষ্ট হয়ে দুর্গন্ধ ছড়ানোয় কমিটির সিদ্ধান্তে সেগুলো মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
এই বিষয়ে ক্রেতা কসাই আলমগীরের মোবাইলে ফোন দেয়া হলে মোবাইলটি বন্ধ পাওয়া যায়।

 


আরো সংবাদ



premium cement
বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলো সংস্কারে জাতিসঙ্ঘ মহাসচিবের আহ্বান ফেনীতে মুক্তিপণ না দেয়ায় শিশু খুন, গ্রেফতার ৩ কিশোর ড. ইউনূসের সাথে এসএফও প্রতিনিধিদলের বৈঠক সিরিজ নিশ্চিত করতে চায় দক্ষিণ আফ্রিকা, সমতা লক্ষ্য পাকিস্তানের হালাল পণ্যের বাজার প্রসারে বাংলাদেশের সাথে কাজ করবে মালয়েশিয়া শমী কায়সারের জামিন স্থগিত দেড় যুগ পর সিলেটে জামায়াতের কর্মী সম্মেলন কাল হালাল পণ্যের বাজার প্রসারে একসাথে কাজ করবে বাংলাদেশ ও মালয়েশিয়া ৫ বছর পর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি জিতল জিম্বাবুয়ে জাহিদ-পলক-আজমসহ ৬ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলা দেশে এলো ইউক্রেন থেকে আমদানি করা গম

সকল