১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফরিদগঞ্জে ৯০টি চামড়া কিনে ক্রেতা কসাই আলমগীর পলাতক

-

চাঁদপুরের ফরিদগঞ্জে দক্ষিণ লড়াইর চর বাইতুন নবী দাখিল মাদরাসায় দান করা চামড়া বিক্রির পর ক্রেতা কসাই আলমগীর পলাতক রয়েছে। ক্রেতাকে খুঁজে না পেয়ে অবশেষে গত মঙ্গলবার বিকেলে মাদরাসার মাঠে মাটিতে পুঁতে ফেলা হয়েছে চামড়াগুলো।
প্রত্যক্ষদর্শীরা জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এই এলাকার কোরবানি করা গরু ও ছাগলের চামড়া গত সোমবার বিকেলের মধ্যে দান করা হয়। মাদরাসার মোট ৯০টি চামড়া বিক্রির জন্য নির্ধারণ করলে বিকেলে কয়েকজন ক্রেতা ক্রয় করার জন্য দাম করে যান ।
গত সোমবার বিকেলে পাশের এলাকার কসাই আলমগীর প্রতিটি চামড়া ৬২০ টাকা দরে মোট ৯০টি চামড়া ক্রয় করে পাঁচ হাজার টাকা বায়না করে যায়। রাতে বাকি সব টাকা দিয়ে চামড়া নিয়ে যাওয়ার কথা হয়। কিন্তু মঙ্গলবার সকাল থেকে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার স্ত্রীর সাথে যোগাযোগ করা হলে চামড়া নিয়ে কোথাও গিয়েছে বলে জানান। এ দিন দুপুর পর্যন্ত না পেয়ে অন্য ব্যবসায়ীদের দেখালে তারা বলেন চামড়াগুলো নষ্ট হয়ে গেছে।
মাদরাসার সুপার মাওলানা আফলাতুন কায়সার জানান, মাদরাসায় এলাকাবাসীর দান করা চামড়া কসাই আলমগীরের কাছে বিক্রি করেছি। সে টাকা পরিশোধ করে চামড়া নেয়ার কথা ছিল। কিন্তু তাকে তার বাড়িতে ও বিভিন্ন ভাবে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। এখন চামড়াগুলো নষ্ট হয়ে দুর্গন্ধ ছড়ানোয় কমিটির সিদ্ধান্তে সেগুলো মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
এই বিষয়ে ক্রেতা কসাই আলমগীরের মোবাইলে ফোন দেয়া হলে মোবাইলটি বন্ধ পাওয়া যায়।

 


আরো সংবাদ



premium cement
জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা সহায়তার আশ্বাস সমাজকল্যাণ উপদেষ্টার মানবসেবার জন্যই হাসপাতাল করেছি : জামায়াত আমির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত চট্টগ্রামে সাবেক এমপি মোতালেবসহ ২৪৮ জনের নামে মামলা চিন্ময়ের জামিন শুনানি জানুয়ারিতেই ২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ১০ এপ্রিল ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৩৪৪ ধবলধোলাই এড়াতে ৩ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ নববর্ষের প্রকাশনা ইসলামী শ্রমনীতির প্রচারে ভূমিকা রাখবে : শামসুল ইসলাম ‘শেখ হাসিনা দেশে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করতে চায়’ বায়ুদূষণ নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠন করা হবে : পরিবেশ উপদেষ্টা

সকল