বগুড়ায় ৯ দফা দাবিতে আদিবাসী পরিষদের বিক্ষোভ
- বগুড়া অফিস
- ১৪ জুন ২০২৪, ০০:০৫
আদিবাসীদের জন্য ভিজিএফ, ভিজিডি কার্ড ও সাংবিধানিক স্বীকৃতিসহ ৯ দফা দাবিতে বগুড়ায় জাতীয় আদিবাসী পরিষদ জেলা শাখা বিক্ষোভ সমাবেশ করেছে। গত বুধবার শহরের সাতমাথায় এ সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদ জেলার সভাপতি সন্তোষ শিং।
বক্তব্য রাখেন বাসদ জেলার সদস্যসচিব দিলরুবা নূরী, জাতীয় আদিবাসী পরিষদ জেলা শাখার সহ-সভাপতি যুগেশ শিং, শেরপুর উপজেলার আহ্বায়ক স্বপন শিং, নন্দিগ্রাম উপজেলার সভাপতি গৌতম মাহাতো, জেলার সহ-সাধারণ সম্পাদক কৃষ্ণ মালো, সারিয়াকান্দি উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি রঞ্জিত মালো, গাবতলী উপজেলা সভাপতি প্রভাত মালো, ধুনট উপজেলার সদস্যসচিব পলাশ বাগদি, শেরপুর উপজেলা উপদেষ্টা রাশেদুল ইসলাম, ববিতা রানী, ঊষা রানী, চন্দনা রানী, লাবনী রানী, বিপ্লব বর্মন প্রমুখ। সঞ্চালনা করেন শেরপুর উপজেলার সদস্যসচিব হীরালাল শিং।
সমাবেশে বক্তারা সমতলের আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি এবং তাদের ভূমি সমস্যা সমাধানসহ ৯ দফা দাবির বাস্তবায়ন চান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা