সাদুল্লাপুরে সেরা ৫ পাটচাষিকে সম্মাননা
- সাদুল্লাপুর (গাইবান্ধা) সংবাদদাতা
- ১৪ জুন ২০২৪, ০০:০৫
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পাটচাষিদের নিয়ে এক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও পাট অধিদফতরের যৌথ আয়োজনে এ প্রশিক্ষণে সেরা পাঁচ পাটচাষিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
গত বুধবার দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্লের অধীনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাওছার হাবীব, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) দিদারুল ইসলাম মাসুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ আজমী, উপজেলা পাট অধিদফতরের উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মিথুন কুমার সরকার প্রমুখ।
প্রশিক্ষক ছিলেন জেলা পাট অধিদফতরের কর্মকর্তা মাজেদুল ইসলাম ও উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুব আলম বসনিয়া। উপজেলার ৭৫ জন কৃষক অংশগ্রহণ করেন। এর মধ্যে সম্মাননা ক্রেস্ট পেলেন আব্দুল করিম মিয়া, জাহানুর আক্তার, প্রদীপ সরকার, শাহ আলম ও আব্দুল আউয়াল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা