১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মিরসরাইয়ে পঙ্গু ‘কামালের স্বাবলম্বী স্টোরের যাত্রা’ শুরু

-

দীর্ঘ ১৯ বছর নূরানী মাদরাসায় শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন কামাল উদ্দিন। হঠাৎ ক্যান্সারে আক্রান্ত হওয়ায় ডান পা তার কেটে ফেলতে হয়। বরণ করতে হয় পঙ্গুত্বকে। চরম দুর্দিন নেমে আসে কামাল ও তার পরিবারের।
চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মোহাম্মদ কামাল উদ্দিনের এই দুর্দশার কথা শুনে পাশে এসে দাঁড়ালেন স্থানীয় স্বেচ্ছাসেবী মোহাম্মদ মহসিন। দুই বছর আগে উপজেলার বড়তাকিয়া বাজারে কামাল উদ্দিনের সাথে পরিচয় হয়েছিল তার। কামালের এমন দুর্দশার কথা শুনে মহসিনের হৃদয় কেঁদে ওঠে। মনে মনে তিনি ছক আঁকেন কামালের জন্য কিছু একটা করার। যেই ভাবা সেই কাজ। নেমে পড়লেন তিনি কামাল উদ্দিনের জন্য দিনবদলের কাজে। কামালের জন্য স্থাপন করলেন একটি দোকান।
গত বুধবার বিকেলে উপজেলার মায়ানী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে স্থাপিত ‘কামালের স্বাবলম্বী স্টোর’ ফিতা কেটে উদ্ধোধন করলেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।
দোকান উদ্বোধনের সময় বিকেলে বিস্কুট, চিপস, আচারসহ বিভিন্ন সামগ্রী কিনতে ভিড় করেছিল স্থানীয় লোকজন ও শিশুরা। এ সময় উচ্ছ্বসিত কামাল উদ্দিন বলেন, দোকানটি উপহার পেয়ে আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমার পরিবার নিয়ে চলার মতো একটা অবলম্বন হলো। মহসিন ভাইয়ের জন্য তাহাজ্জুদের নামাজ আদায় করে দোয়া করবো। হাজার শুকরিয়া আল্লাহর দরবারে।
কামালের স্বাবলম্বী স্টোরের উদ্যোক্তা মোহাম্মদ মহসিন বলেন, ‘কামাল ভাইকে দেখে আমি মর্মাহত হই। স্বাভাবিক একটি জীবন থেকে ছিটকে পড়ে তিনি বড় অসহায় হয়ে গিয়েছিলেন। পঙ্গুত্ব জীবন বড় কষ্টের। এই জীবনকেই বেছে নিতে হয়েছে তাকে। তাই, স্বপ্রণোদিত হয়ে কামাল ভাইকে স¦াবলম্বী করে দেয়ার এ সামান্য প্রয়াস আমার। এটুকু কাজ করতে পেরে নিজের আত্মায় বড় তৃপ্তি অনুভব করছি।’


আরো সংবাদ



premium cement