খুলনায় ভুয়া ম্যাজিস্ট্রেট আটক
- খুলনা ব্যুরো
- ১৩ জুন ২০২৪, ০০:০৫
খুলনায় এক ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট আটক হয়েছে। গত সোমবার গভীর রাতে নগরীর বৈকালী এলাকা থেকে খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এম সোহেল আরমান নামের ওই প্রতারককে আটক করে। সে বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের ডুবি গ্রামের মো: আবুল ফজলের ছেলে। গতকাল মঙ্গলবার দুপুরে কেএমপির ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কেএমপির ডেপুটি কমিশনার (ডিবি) মো: নুরুজ্জামান এ তথ্য জানান।
ডিসি ডিবি জানান, গত ৮ জুন সোহেল আরমান নগরীর ডাকবাংলো এলাকায় একটি রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নামে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন। পরে জেলা প্রশাসন জানায়, ওই দিন সংশ্লিষ্ট এলাকায় তাদের কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেনি। এর সূত্র ধরে মাঠে নামে কেএমপির গোয়েন্দা শাখার সদস্যরা। পরে তাকে আটক করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা