এলাকা দাপিয়ে বেড়াচ্ছে আসামিরা কিন্তু খুঁজে পাচ্ছে না পুলিশ
- মুন্সীগঞ্জ প্রতিনিধি
- ১২ জুন ২০২৪, ০০:০৫
মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জসিম উদ্দিনের ওপর হামলার ঘটনার ১৭ দিন পার হলেও এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি ক্ষোভ প্রকাশ করেছে গণমাধ্যম কর্মীরা।
ভুক্তভোগী আহত সাংবাদিক জসিম উদ্দিন বলেন, পূর্ব শত্রুতার জের ও বাউশিয়া মোহাম্মদ আব্দুল আজহার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে আমার ওপর করা ওই হামলার ছবি এবং ভিডিও চিত্র রয়েছে। স্থানীয় সন্ত্রাসী শাওন ও আরমান সরাসরি হামলায় অংশ নেয় এবং বাকি কয়েকজন তাদের সহযোগিতা করে। এ ঘটনায় আমি লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারা আসামিদের খুঁজে পাচ্ছে না। কিন্তু আসামিরা এলাকায় ঘোরাফেরাসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি এবং সামাজিক অনুষ্ঠানে অংশ নিচ্ছে। গত শনিবার দুপুরেও আসামিরা আব্দুল আজহার উচ্চ বিদ্যালয়ে গিয়ে ফেসবুক লাইভ করেছে। আমরা গণমাধ্যম কর্মীরা যদি পুলিশের কাছ থেকে এরকম বৈষম্যমূলক আচরণের সম্মুখীন হই তা হলে সাধারণ মানুষ কোথায় যাবে? বিষয়টি আমি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার ওসি রাজিব খান বলেন, ঘটনার পর থেকে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে তবে কাউকে আটক করা যায়নি। তাদের ব্যবহৃত মোবাইল ফোনগুলো বন্ধ।
উল্লেখ্য, গত ২০ মে ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন গজারিয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জসিম উদ্দিন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা