১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এলাকা দাপিয়ে বেড়াচ্ছে আসামিরা কিন্তু খুঁজে পাচ্ছে না পুলিশ

-

মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জসিম উদ্দিনের ওপর হামলার ঘটনার ১৭ দিন পার হলেও এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি ক্ষোভ প্রকাশ করেছে গণমাধ্যম কর্মীরা।
ভুক্তভোগী আহত সাংবাদিক জসিম উদ্দিন বলেন, পূর্ব শত্রুতার জের ও বাউশিয়া মোহাম্মদ আব্দুল আজহার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে আমার ওপর করা ওই হামলার ছবি এবং ভিডিও চিত্র রয়েছে। স্থানীয় সন্ত্রাসী শাওন ও আরমান সরাসরি হামলায় অংশ নেয় এবং বাকি কয়েকজন তাদের সহযোগিতা করে। এ ঘটনায় আমি লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারা আসামিদের খুঁজে পাচ্ছে না। কিন্তু আসামিরা এলাকায় ঘোরাফেরাসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি এবং সামাজিক অনুষ্ঠানে অংশ নিচ্ছে। গত শনিবার দুপুরেও আসামিরা আব্দুল আজহার উচ্চ বিদ্যালয়ে গিয়ে ফেসবুক লাইভ করেছে। আমরা গণমাধ্যম কর্মীরা যদি পুলিশের কাছ থেকে এরকম বৈষম্যমূলক আচরণের সম্মুখীন হই তা হলে সাধারণ মানুষ কোথায় যাবে? বিষয়টি আমি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার ওসি রাজিব খান বলেন, ঘটনার পর থেকে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে তবে কাউকে আটক করা যায়নি। তাদের ব্যবহৃত মোবাইল ফোনগুলো বন্ধ।
উল্লেখ্য, গত ২০ মে ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন গজারিয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জসিম উদ্দিন।


আরো সংবাদ



premium cement
র‍্যাবে আয়নাঘর ছিল, স্বীকার করলেন ডিজি আবারো গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব পাশ জাতিসঙ্ঘের ডিএসইতে মূল্যসূচক বাড়ল ১৪.৪৮ পয়েন্ট সিরিয়ায় বাশার সরকারের পতনে ইরানি মুদ্রার মান রেকর্ড তলানিতে নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজেছাত্র আহত তারেক রহমান কবে ফিরবেন, জানালেন মির্জা ফখরুল কালিয়াকৈরে ছুরিকাঘাতে যুবককে হত্যা ৫ আগস্টের পর চাঁদাবাজি-ছিনতাইয়ে র‍্যাবের ১৬ সদস্য আটক : ডিজি মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর থেকে শত শত সৈন্যসহ জেনারেল আটক শনিবার থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কা ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে’

সকল