রূপগঞ্জে ৩ চাকার পরিবহনের চালকদের মধ্যে নগদ অর্থ বিতরণ
- রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
- ১০ জুন ২০২৪, ০০:১৩
নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়নের রিকশা, অটোরিকশা ও সিএনজিচালিত আটোরিকশাসহ তিনচাকাবিশিষ্ট পরিবহনের এক হাজার ৮০০ চালকের মধ্যে গতকাল রোববার এক হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গাজী গোলাম মূর্তজা পাপ্পার পক্ষে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালাউদ্দিন ভূঁঁইয়া এ অর্থ বিতরণ করেন। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে পূর্বাচলের জনতা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ বিতরণী সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান ছালাউদ্দিন ভূঁঁইয়া।
বক্তব্য দেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আক্তার রিয়া, রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মোমেন, মাছুম চৌধুরী অপু, আব্দুল আজিজ, আরিফ খান জয় প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা