১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

‘আনুগত্যশীল বান্দার সফলতা হচ্ছে জান্নাত’

-

বাংলাদেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন বলেছেন, আনুগত্য হচ্ছে আল্লাহ ও তার রাসূলের আদেশ-নির্দেশ মেনে যাবতীয় কাজকর্ম সম্পাদন করা। বিশ^মানবতার মুক্তির একমাত্র পথ আল্লাহর আনুগত্য করা। ‘আল্লাহর আনুগত্য করো এবং উলিল আমরের আনুগত্য করো’। আনুগত্য হতে হবে একমাত্র মহান আল্লাহর উদ্দেশ্যে। আনুগত্য হবে আল্লাহর দেয়া বিধিবিধানের।
জামায়াতে ইসলামী চাঁদপুর শহর, সদর ও হাইমচর উপজেলার সদস্য শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গতকাল সকালে চাঁদপুর শহর আমির অ্যাডভোকেট শাহজাহান খানের সভাপতিত্বে শিক্ষা শিবিরে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল।
আরো বক্তব্য রাখেন সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলার সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবুল হোসাইন। সদর আমির নাছির উদ্দিনের পরিচালনায় এতে আরো উপস্থিত ছিলেন জেলা অফিস সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মো: রুহুল আমিন, জেলা এইচআরডি সম্পাদক হারুন আর রশীদ, হাইমচর উপজেলার আমির আবদুল হক প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement