১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কাজলা নদীর অবৈধ বাঁধ উন্মুক্ত করার দাবি

-

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের কাজলা নদীর ওপর দেয়া অবৈধ বাঁধ উন্মুক্ত করতে এবং ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলাকারীদের বিচার দাবিতে এক মানববন্ধন করেছেন কাঁঠালপোতা, সোনাপুর ও টঙ্গী গ্রামের জনসাধারণ। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে তারা মেহেরপুর জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
পিরোজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য আশাদুল ইসলামের নেতৃত্বে মানববন্ধনে পিরোজপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য আশান্নুরী, সালমা বেগম, আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মানিক, কাঁঠালপাতা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইলিয়াস হোসেন, শহিদুল ইসলাম, কাঠালপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুস সামাদ, সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দীন, নাজমুল হাসান শুভ, মৎস্যজীবী রহিদুল ইসলাম, শরিয়ত, জিনারুল, মিয়ারুল, মিজান, ফারুক, আজিজুল, কামরুল, মিজানুর, মেন্টুলসহ কাঁঠালপোতা, সোনাপুর ও টুঙ্গী গ্রামের বিভিন্ন বয়সী সহস্রাধিক নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ নেন।
এ সময় তারা বলেন, বাঁধ দিয়ে মৎস্য চাষের কারণে এলাকার নিবন্ধিত অসংখ্য গরীব মৎস্যজীবীরাও বিপাকে পড়েছেন। যারা বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন তারাও এখন বেকার বসে আছেন।
মানবন্ধন শেষে এ সংক্রান্ত অনুলিপি মেহেরপুরের জেলা প্রশাসক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, মেহেরপুর ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক শামীম হাসান আগামী এক সপ্তাহের মধ্যে সমাধানের আশ্বাস দেন।


আরো সংবাদ



premium cement