১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গোপালগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ মেম্বরের অনাস্থা

-

গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় ইউপি চেয়ারম্যান প্রণব বিশ্বাস বাপীর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এ নিয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ইউনিয়নের ৯ জন সদস্য (মেম্বর)। ফলে সাতপাড় ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
গত ২৭ মে ১ নং ইউপি সদস্য কৌশিক কীর্ত্তনীয়াকে সভাপতি করে মেম্বররা এক জরুরি সভা করে চেয়ারম্যানের বিরুদ্ধে নিয়মিত মাসিক সভা না করা, এক সভা করে কয়েক সভার স্বাক্ষর করে নেয়া, কাবিখা, কাবিটা, ইউনিয়ন উন্নয়ন সহায়তা (১%) বাবদ অর্থ, হাটবাজার ইজারার টাকাসহ বিভিন্ন বিষয়ের অর্থ আত্মসাতের অভিযোগ করেন। এ ছাড়া ভিজিডি কার্ড, বয়স্কভাতা, বিধবাভাতা, মাতৃকালীন ভাতার টাকা ছাড়া চেয়ারম্যানের কাছ থেকে সেবা পাওয়া যায় না।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে অভিযুক্ত সাতপাড় ইউপি চেয়ারম্যান প্রণব বিশ্বাস বাপী তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীন বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement