রাজবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে গ্রামপুলিশ আহত
- রাজবাড়ী প্রতিনিধি
- ০৩ জুন ২০২৪, ০০:০০
রাজবাড়ীর পাংশায় দুর্বৃত্তদের গুলিতে মনিরুল ইসলাম শেখ (৩৫) নামে গ্রাম পুলিশ গুরুতর আহত হয়েছেন। তিনি উপজেলার কলিমোহর ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রামের করম শেখের ছেলে।
গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কলিমোহর ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত মনিরুল বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার এ তথ্য নিশ্চিত করে বলেন, বসাকুষ্টিয়া গ্রামের রাজ্জাক ও রেজাউল নামে দুই ব্যক্তির কাছে চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। রেজাউলের স্ত্রী বিষয়টি গ্রাম পুলিশ মনিরুলের কাছে অবহিত করেন। এ বিষয়কে কেন্দ্র করে তাকে গুলি করা হয় বলে ধারণা করা হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা