মিরসরাইয়ে এখনো পানিবন্দী শতাধিক পরিবার
- মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
- ০২ জুন ২০২৪, ০১:১৪
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে এখনো পানিবন্দী চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকার শতাধিক পরিবার।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের বারইয়ারহাট পৌরসভাসংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্বপাশে উত্তর সোনাপাহাড় এলাকায় শতাধিক পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। পানিতে ডুবে আছে ঘরের মেজে, টিউবয়েল অর্ধেক অংশ ডুবে আছে পানিতে। গত কয়েকদিন ধরে চুলা জ্বলছে না তাদের।
উত্তর সোনাপাহাড় এলাকার বাসিন্তা ছকিনা বানু বলেন, ঘরে পানি ঢোকার কারণে আমরা অনেক কষ্ট করছি। বাইরে গিয়ে আলাদা চুলায় রান্না করছি। খাটে ঘুমালে পাশে দিয়ে সাপ যায়, মাছ যায় অনেক কষ্ট করছি।
নজরুল ইসলাম নামের আরেক বাসিন্দা বলেন, আমি খেটেখাওয়া মানুষ। তিন বছর ধরে দেখছি এখানে পানি বের হওয়ার কোনো ব্যবস্থা নেই। যার ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয়।
জোরারগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার বলেন, উত্তর সোনাপাহাড়ে পানিবন্দীর বিষয়টি এলাকাবাসী কিংবা স্থানীয় মেম্বার কেউ জানায়নি। আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোসহ উত্তর সোনাপাহাড় এলাকাটি পরিদর্শন করব।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা