ঘিওরে স্কুল কমিটি নির্বাচনে প্রার্থী হওয়ায় প্রাণনাশের হুমকি!
- ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
- ০২ জুন ২০২৪, ০১:১১
মানিকগঞ্জের ঘিওর উপজেলার কলতা অভয়াচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে প্রার্থী হওয়ায় দুই অভিভাবক সদস্য প্রার্থীকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে বিদ্যালয়টির সাবেক সভাপতির বিরুদ্ধে। এ ছাড়া এক প্রার্থীকে ভয় দেখিয়ে প্রত্যাহার ফরমে স্বাক্ষর করিয়ে নেয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি করা হচ্ছে। এ ঘটনায় ভুক্তভোগী অভিভাবক সদস্য প্রার্থী সোহানুর রহমান গত শুক্রবার এবং জুলহাস হোসেন গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঘিওর থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আগামী ১৫ জুন কলতা অভয়াচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন। এ নির্বাচনে অভিভাবক সদস্য পদে প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম ক্রয় করার পর থেকে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি মঞ্জুর আলম খানের নির্দেশে আরিফুল ইসলামসহ অজ্ঞাত ২০-২৫ জন দুই প্রার্থী সোহানুর রহমান ও জুলহাস হোসেনকে নির্বাচন থেকে সড়ে দাঁড়াতে বলেন। সড়ে না দাঁড়ালে তাদেরকে প্রাণনাশের হুমকি দেয়া হয়।
এর পর গত বৃহস্পতিবার দুপুরে তারা সোহানুর রহমানের কাছ থেকে নির্বাচন হতে সরে দাঁড়ানোর জন্য জোরপূর্বক একটি প্রত্যাহারনামায় স্বাক্ষর করিয়ে নেন। এ ছাড়া, তারা জুলহাস হোসেনকে আরেকটি প্রত্যাহারনামায় জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেয়ার চেষ্টা চালান।
ঘিওর থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, বিষয়টি নিয়ে দুটি পৃথক লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা