১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

৭৫ বছর বয়সী বাবাকে বিয়ে করালেন সন্তানরা

-

একাকীত্ব ঘুচাতে ছেলেমেয়েদের সম্মতিতে ৭৫ বছর বয়সী আনোয়ার মোল্লা (আনু মোল্লা) বিয়ের পিড়িতে বসেছেন। মূলত বাবার একাকীত্ব জীবন ঘোচাতে ছেলেমেয়েরা বাবার পছন্দেরই পাত্রী ৩৫ বছরের সুফিয়া বেগমকে বিয়ে করতে সম্মতি দিয়েছেন। পাত্রের এটা তৃতীয় বিয়ে হলেও কনের এটি দ্বিতীয় বিয়ে। এ বিয়ে নিয়ে এলাকায় আনন্দ ও কৌতুহলের সৃষ্টি হয়েছে।
বর আনোয়ার মোল্লা বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটের শামসু মাস্টার পাড়ায়। আর মেয়ের বাড়ি রাজবাড়ী সদরের ভবানীপুরে। গত বুধবার সন্ধ্যায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দুই পরিবারের লোকজনের উপস্থিতিতে এ বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর থেকে নবদম্পতিকে দেখতে বরের বাড়িতে ভিড় করে স্থানীয়রা।
আনোয়ার মোল্লার প্রথম স্ত্রী মারা যায় প্রায় এক যুগ আগে। দ্বিতীয় স্ত্রী মারা গেছে ছয় বছর হলো। সেই স্ত্রীদের সংসারে রয়েছে দুই ছেলে ও দুই মেয়ে। তারা বাবার একাকীত্বের কথা চিন্তা করেই রাজবাড়ীর ভবানীপুরে অবস্থিত স্বামী পরিত্যক্তা সোফিয়া বেগমের সাথে বাবার তৃতীয় বিয়ের ব্যবস্থা করে দেন।
আনোয়ার মোল্লা বলেন, আমি ছেলেমেয়েদের আমার বিবাহের কথা বলছি। তারা আমাকে মেয়ে দেখতে বলেছে। আমি মেয়ে দেখে পছন্দ করে বাড়িতে নিয়ে আসি। পাত্রীপক্ষের কোন চাহিদা না থাকায় আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই।
আনোয়ার মোল্লার ছেলেমেয়েরা বলেন, বাবা আমাদের জন্য অনেক কিছু করেছেন। আল্লাহ আমাদের অনেক সুখে রেখেছেন। কোনো কিছুর অভাব নেই। আমাদের মায়ের মৃত্যুতে বাবা একা হয়ে যান। তার সেবা যতœ ও একাকীত্ব ঘোচাতেই আমরা তার বিয়েতে সম্মতি দিই।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল বলেন, এই ঘটনাটি আমি জানতাম না। তবে ফেসবুকে বিয়ের ছবি দেখেছি।


আরো সংবাদ



premium cement
আবু সাঈদ হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবি এক দিনে দেড় হাজার মার্কিনির সাজা মাফ করলেন বাইডেন ‘দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই’ পাটখাতে সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : পাট উপদেষ্টা তিউনিসিয়ায় নৌকাডুবি : ৩ দিন সাগরে ভেসে ছিল শিশুটি বিএসএমএমইউ’র ভিসিকে অবরুদ্ধ করে স্নাতকোত্তর কোর্সে ঢোকার চেষ্টা ১৩ চিকিৎসকের অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী শিক্ষক নিহত ডিজিটাল যুগে ইসলামিক শিক্ষার প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস নিষিদ্ধ রিজার্ভ বেড়ে এক হাজার ৯০০ কোটির ঘরে এবার শীত কম হবে, নাকি বেশি

সকল