২৯ বছর পর নড়াইল জেলা যুবলীগের কমিটি ঘোষণা
- নড়াইল প্রতিনিধি
- ৩১ মে ২০২৪, ০০:০৫
দীর্ঘ ২৯ বছর পর গাউসুল আজম মাছুমকে সভাপতি এবং খোকন সাহাকে সাধারণ সম্পাদক করে নড়াইল জেলা যুবলীগের কমিটি গঠিত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় শহরের মাছিমদিয়া এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এ কমিটি ঘোষণা করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এমপি। এর আগে ওই দিন দুপুরে সুলতান মঞ্চে জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। কমিটি ঘোষণার মধ্য দিয়ে ২৯ বছর পর নতুন মুখ পেলে জেলা যুবলীগ। এখন পূর্ণাঙ্গ কমিটির অপেক্ষায় দলীয় নেতাকর্মীরা।
দলীয় সূত্রে জানা যায়, নড়াইল জেলা যুবলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৯৫ সালের ১৮ অক্টোবর। এরপর ২০০৫ সালের ৩ মার্চ এবং সর্বশেষ ২০১৮ সালের ৪ মার্চ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এদিকে, গত মঙ্গলবার দুপুরে নড়াইল জেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক ফরহাদ হোসেনের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি। প্রধান বক্তা ছিলেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এমপি।
সম্মানিত অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এবং যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক নড়াইল-২ আসনের এমপি হুইপ মাশরাফি বিন মর্তুজা।
বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল-১ আসনের এমপি কবিরুল হক মুক্তি, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপিসহ অনেকে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা