১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নেত্রকোনায় রাস্তা বন্ধ করে পুনর্নির্মাণে জনদুর্ভোগ

-

নেত্রকোনা শহরের ভেতরে একটি ব্যস্ততম রাস্তা বন্ধ করে পুনর্নির্মাণের কাজ চলমান থাকায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এতে সাধারণের মধ্যে সৃষ্টি হয়েছে ক্ষোভ। গত প্রায় ৬ মাস ধরে চলমান এই সড়ক সংস্কার কাজের কারণে শহরের প্রাণকেন্দ্রে পাঁচ শতাধিক দোকানপাট বন্ধ হয়ে আছে।
শহরের তেরীবাজার মোড় থেকে থানা ও কালীবাড়ি মোড় হয়ে নেত্রকোনা সরকারি কলেজ মাঠ পর্যন্ত মাত্র ৬৮৬ মিটার আরসিসি সড়কের পুনর্নির্মাণের কাজ চলছে। গত ১৭ নভেম্বর পৌর মেয়র নজরুল ইসলাম খান এই পুনর্নির্মাণের কাজের উদ্বোধন করেন। কিন্তু উদ্বোধনের সময় সাধারণের চলাচলের জন্য বিকল্প পথ না রাখায় পৌরবাসী, শিক্ষার্থী ও দূর-দূরান্তের সড়ক যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। মাত্র আধা কিলোমিটার রাস্তার জন্য অন্তত ৩-৪ কিলোমিটার ঘুরে রেললাইনের ওপর এবং অন্যদের বাড়ির চিপাচাপা দিয়ে হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে। রিকশা বা অটো দিয়ে যেতে হলে আরো অধিক পথ ঘুরে ৫০-৬০ টাকা অতিরিক্ত ব্যয় করে যেতে হয়।


আরো সংবাদ



premium cement