১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পীরগাছার হাটবাজারে কিশোর গ্যাং বেপরোয়া হয়ে উঠছে

-

রংপুরের পীরগাছা উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে কিশোর গ্যাংয়ের সদস্যরা বেপরোয়া হয়ে উঠছে। মাদক সেবনসহ এমন কোনো অপকর্ম নেই, যা তারা করছে না। তাদের কর্মকাণ্ড দেখে এলাকার সচেতনমহলসহ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন শিক্ষক বলছেন, মূলত সন্ধ্যার পর পরই তারা বিভিন্ন স্পটে অবস্থান নেয়। তাদের পেছনে সমর্থনে রয়েছে পর্দার আড়ালে থাকা কিছু রাজনৈতিক দলের নেতা অথবা প্রভাবশালী কেউ। তিনি জানান, এখনই কিশোর গ্যাংদের নিয়ন্ত্রণ না করা গেলে আমাদের যুব সমাজটি ধ্বংসের পথে যাবে।
তিনি বলেন, একজন শিক্ষক যখন দেখেন তারই হাতে গড়া কোনো ছাত্র মাদকদ্রব্য সেবন করছে, ছোট-বড় যে কাউকে অপমানিত করছে, এসব মেনে নেয়া যায় না। না পারা যায় তাদেরকে শাসন করতে, না পারা যায় চুপ থাকতে। বড়দের জন্য এটা একটি উভয় সঙ্কট।
এ বিষয়ে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন বলেন, আমরা বিষয়টি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলব।

 


আরো সংবাদ



premium cement