১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজীপুরে খুঁটির বিদ্যুতে পোশাকশ্রমিকের মৃত্যু

-

গাজীপুরের কালিয়াকৈরে বৃষ্টিতে বৈদ্যুতিক খুঁটি বিদ্যুতায়িত হয়ে এক পোশাকশ্রমিক মারা গেছেন। গতকাল স্থানীয় উলুসারা ডংবাং কারখানার পাশে এ ঘটনা ঘটে। মৃতের নাম- আলপনা আক্তার (২৫)। তিনি নেত্রকোনার বিকালিকা গ্রামের শামসুজ্জামানের স্ত্রী।
কালিয়াকৈর থানার ইন্সপেক্টর (তদন্ত) সাজিদ জানান, কালিয়াকৈরের উলুসরা এলাকার কাজী এখলাসের বাসায় ভাড়া থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন আলপনা আক্তার। মঙ্গলবার কারখানায় যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
তিনি জানান, এলাকাবাসী অভিযোগ করেন সামান্য বৃষ্টি হলেই ওই বৈদ্যুতিক খুঁটি বিদ্যুতায়িত হয়ে যায়। পূর্বেও একই খুঁটিতে একইভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। এলাকাবাসীদের পক্ষ থেকে পল্লী বিদ্যুৎ অফিসে অভিযোগ দিলেও কর্তৃপক্ষ বিষয়টি সমাধানে কোনো ব্যবস্থা নেয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 


আরো সংবাদ



premium cement