১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কোরবানিতে কুষ্টিয়ার চমক ‘ভুট্টো সাহেব’

-

কুষ্টিয়ার কোরবানির পশুবাজার জমে উঠেছে। জেলার বিভিন্ন হাটে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ব্যাপারীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। জেলার বিভিন্ন এলাকার ঘরে ঘরে গরুর খামারিদের বিশেষ যতেœ বেড়ে ওঠা গরুগুলোর কদর এবার বেশি লক্ষ করা যাচ্ছে। জানা গেছে, ব্যাপারীরা গ্রামের বাড়ি বাড়ি যেয়ে কোরবানির পশু কিনছে।
সদর উপজেলার কবুরহাট মাদরাসাপাড়া নিবাসী কুরআনে হাফেজ রবিউল ইসলামের ছেলে হাফেজ আবু জাফর নিজ যতেœ গড়ে তুলেছেন একটি গরুর খামার। সেখানে সারা বছর ধরে নানা প্রজাতির গরু লালনপালন করছেন। এবার ঈদকে সামনে রেখে তিনি বেশ কয়েকটি গরু বিক্রির আশা করছেন।
হাফেজ আবু জাফরের কয়েকটি গরুর মধ্যে ‘ভুট্টো সাহেব’ গরুটি এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। ফিজিয়ান জাতের কালো রঙের এ গরুর বয়স চার বছর। গোশতের পরিমাণ দাঁড়াবে সাড়ে ২৭ মণ। বিশাল দেহের অধিকারী গরুটি দেখতে প্রতি দিনই বিভিন্ন স্থান থেকে মানুষের ভিড় লাগছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকা থেকে ব্যাপারীদের নজর কাড়তে শুরু করেছে এ গরুটি।
আবু জাফর জানান, ‘চার বছর ধরে আমি এবং আমার পরিবারের লোকজন গরুটিকে সযতেœ লালন পালন করে আসছি।’ তিনি বলেন, ‘আমার এ গরুটিকে কাঁচাঘাস ও দানাদারজাতীয় খাবার খাওয়ানো হয়। গতবার পাঁচ লাখ ১০ হাজার টাকা দাম উঠেছিল, তাই বিক্রি করিনি। ইতোমধ্যে এবার একজন ব্যাপারী সাড়ে ছয় লাখ টাকা দাম বলেছেন। সাত লাখ টাকা হলে আামি গরুটি বিক্রি করব।
জাফর জানান, লেখাপড়ার পাশাপাশি আমি গরু পালন শুরু করি। প্রথমে গাভী গরু দিয়ে শুরু করি। বিদেশী প্রজাতির গাভী গরুর দুধ বিক্রির পাশাপাশি কোরবানিকে টার্গেট করে বিভিন্ন প্রজাতির গরু পালন করি। গরু পালন করে আর্থিকভাবে লাভবানও হয়েছি।


আরো সংবাদ



premium cement
গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কোম্পানীগঞ্জের দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, আহত অর্ধশতাধিক ১০ ট্রাক অস্ত্র মামলায় ডেথ রেফারেন্স ও আপিল শুনানি অব্যাহত এবিসি নিউজের বিরুদ্ধে মানহানির মামলায় দেড় কোটি ডলার পাচ্ছেন ট্রাম্প শীতের মধ্যে বৃষ্টির আভাস প্রেমিককে ভিডিও কলে রেখে জাবি শিক্ষার্থীর আত্মহত্যা জোরপূর্বক হিজাব খোলানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জনপ্রশাসন সংস্কারে বিএনপির প্রস্তাবে যা আছে কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ, প্রতিবেদন পাঠানো হলো রাষ্ট্রপতির কাছে কয়েক ঘণ্টার ব্যবধানে সিরিয়াতে ইসরাইলের ৬০ বার হামলা পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সাথে বৈঠক করবেন ইউনূস

সকল