০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`
উপজেলা নির্বাচন

বিএনপি জামায়াতের বর্জনে বগুড়া সদরে হিন্দুদের ভোট বড় ফ্যাক্টর

বিগত নির্বাচনে বিএনপি-জামায়াতের প্রার্থীরা বিজয়ী হয়েছে
-

বিএনপি ও জামায়াতের ভোট বর্জনে বগুড়া সদরে ভোট ব্যাংক খুঁজছেন প্রার্থীরা। সে ক্ষেত্রে হিন্দু সম্প্রদায়ের ভোট ব্যাংক চেয়ারম্যান প্রার্থীদের জয়ের ব্যাপারে অন্যতম ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। কারণ এর আগে এই উপজেলায় অধিকাংশ ভোট বিএনপি জামায়াতের প্রার্থীরা পেয়েছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ২৯ মে বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডের মধ্যে ২০টি ওয়ার্ডের তিন লাখ এবং ১১টি ইউনিয়নে এক লাখ ৩৫ হাজার ভোটারসহ মোট চার লাখ ৩৫ হাজার ভোটার সদর উপজেলা নির্বাচনে ভোট দেবেন। এর মধ্যে বিএনপির প্রায় দুই লাখ এবং জামায়াতের প্রায় এক লাখ দলীয় ভোটার রয়েছেন। বাকিদের মধ্যে আওয়ামী লীগের লক্ষাধিক ও জাতীয় পার্টির ১০ হাজার দলীয় ভোটার রয়েছেন বলে বিভিন্ন রাজনৈতিক সূত্রের দাবি।
বগুড়া সদরে চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি (মোটরসাইকেল), জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন (আনারস প্রতীক) ও বর্তমান চেয়ারম্যান সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু সুফিয়ান শফিক (ঘোড়া প্রতীক)।
জানা গেছে, তিনজন প্রার্থীর মধ্যে প্রচারণায় লিটনের আনারস প্রতীক এগিয়ে রয়েছে। বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের একটি সূত্র দাবি করেছে, সদর উপজেলায় ৩৫-৪০ হাজার হিন্দু ভোটারের সামান্য কিছু ছাড়া সবাই লিটনের পক্ষে রয়েছেন। এছাড়া প্রভাবশালী নেতা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন লিটনকে বিজয়ী করতে নানা কৌশল নিয়েছেন।
অপর প্রার্থী জেলা লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি তার ব্যক্তিগত ইমেজে ইতোমধ্যে ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন। ফলে লিটন ও রনির মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।
অপর প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু সুফিয়ান শফিক নিজ দলের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি ইউপি চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে তার ঘোড়া প্রতীকে ভোটার টানার কৌশল নিয়েছেন।
তবে বিএনপি, জামায়াত এবং হিন্দু ভোটার যে যত ভোটার কেন্দ্রে নিতে পারবেন তিনিই শেষ হাসি হাসবেন বলে নির্বাচন পর্যবেক্ষকদের ধারনা।


আরো সংবাদ



premium cement