জাজিরায় শুটার গানসহ নারী মাদককারবারি গ্রেফতার
- শরীয়তপুর প্রতিনিধি
- ২৭ মে ২০২৪, ০০:০৫
দেশী তৈরি একটি শুটার গান, আট রাউন্ড কার্তুজ ও ইয়াবাসহ লিজা আক্তার (২৫) নামে এক নারী মাদককারবারিকে গ্রেফতার করেছে জাজিরা থানা পুলিশ। গত শনিবার ভোরে শরীয়তপুরের জাজিরা উপজেলার মুলনা ইউনিয়নের বোয়ালিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে জাজিরা থানায় পুলিশ বাদী হয়ে মাদক ও অস্ত্র আইনে পৃথক দু’টি মামলা দায়ের করেছে।
জাজিরা থানা সূত্র জানায়, পরিদর্শক (তদন্ত) সুজন হকের নেতৃত্বে পুলিশের একটি দল বোয়ালিয়া গ্রামের আক্কাস আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় দেশীয় একটি সচল ওয়ান শুটার গান, শুটার গানের আট রাউন্ড কার্তুজ ও ৪০ পিচ ইয়াবাসহ লিজা আক্তারকে আটক করে পুলিশয়। এসময় লিজা আক্তারের স্বামী আক্কাস আলী পালিয়ে যায়। এ ঘটনায় জাজিরা থানার এস আই হুমায়ন কবীর গ্রেফতারকৃত লিজা আক্তার ও তার স্বামী আক্কাস আলীকে আসামি করে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা করেন।
থানার ওসি হাফিজুর রহমান বলেন, অপর আসামি আক্কাস আলীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা