০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

ভেঙে গেল সাড়ে ৪ কোটি টাকার সেতুর সেন্টারিং

আমতলীতে নিম্নমানের নির্মাণসামগ্রী দেয়ায় ভেঙে গেছে সেতুর সেন্টারিং : নয়া দিগন্ত -

সাড়ে চার কোটি টাকা ব্যয়ে আমতলী উপজেলার গাজীপুর সিনিয়র ফাজিল মাদরাসাসংলগ্ন গাজীপুর খালের সেতুর সেন্টারিং স্্েরাতে ভেঙে গেছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। দ্রুত তদন্ত সাপেক্ষে কার্যকরী ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা।
জানা গেছে, ২০১৮ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর মাদরাসাসংলগ্ন গাজীপুর খালের ওপর গার্ডার সেতু নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে। সাড়ে চার কোটি টাকা ব্যয়ে ওই কাজ পায় পটুয়াখালীর তামিম এন্টারপ্রাইজের ঠিকাদার দিপু মিয়া। ২০২০ সালে সেতুর নির্মাণ কাজ শুরু করে প্রতিষ্ঠানটি। কিন্তু শুরুতেই তাদের বিরুদ্ধে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে। গত এক সপ্তাহ ধরে সেতুর মাঝখানের স্লাব নির্মাণ করতে সেন্টারিংয়ের কাজ শুরু হয়। সেন্টারিংয়ের ভেতরে নিম্নমানের রড ব্যবহার করায় গত শনিবার জোয়ারের স্্েরাতে ওই সেন্টারিং ও রড ভেঙে যায়।
স্থানীয় বাসিন্দা সোহেল রানা বলেন, নিম্নমানসামগ্রী দিয়ে ব্রিজ নির্মাণ করার বিষয়টি আমরা কয়েকবারই উপজেলা প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীকে জানিয়েছি। কিন্তু তারা কোন পদক্ষেপ নেননি। এবার সেতুর মাঝখানের স্লাব করতে গিয়েও অতি নি¤œমানের লোহার রড ব্যবহার করা হয়েছে। শনিবার ওসব রড ও সেন্টারিং স্রোতে ভেঙে যায়।
এদিকে ঠিকাদার দিপু মিয়া এসব অভিযোগ অস্বীকার করে বলেন, কাজ করতে গেলে সমস্যা তো হতেই পারে। ¯্রােতে সেন্টারিং ভেঙে গেছে। এতে আমারই লোকসান। সেন্টারিং পুনরায় নির্মাণ করতে হবে। এই তো?
আমতলী উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনের মুঠোফোনে এ বিষয়ে জানার জন্য ফোন করলে তিনি ফোন ধরেননি।
বরগুনা নির্বাহী প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, বিষয়টি আমি জেনেছি। ঘটনাস্থল পরিদর্শনে লোক পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না।


আরো সংবাদ



premium cement
সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ আরামকোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানানো হয়নি : সৌদি রাষ্ট্রদূত

সকল