১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
উপজেলা নির্বাচন

কলাপাড়ায় প্রচার জমজমাট আগ্রহ কম ভোটারের

-

পটুয়াখালীর কলাপাড়ায় ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপের নির্বাচনকে নিয়ে তোড়জোড় প্রচারণা শুরু করে দিয়েছেন চেয়ারম্যান প্রার্থীরা। নির্বাচনী মাঠে প্রার্থীরা ফুরফুরে মেজাজে থাকলেও ভোটারদের নির্বাচন নিয়ে তেমন কোনো আগ্রহ নেই।
এলাকা ঘুরে দেখা যায়, পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে উপজেলা সদরসহ প্রতিটি গ্রামের হাট-বাজার ও অলিগলি। প্রার্থী ও তাদের সমর্থকদের গণসংযোগসহ উঠোন বৈঠকও চলছে সমানতালে। মাইকে গানে গানে ভোট চাওয়া হচ্ছে।
নয়াকাটা গ্রামের ভোটার কামাল হোসেন বলছেন, প্রার্থীরা সবাই একই দলের। এ কারণে ভোটারদের মধ্যে আগ্রহ নেই। একই কথা বললেন, তারিকাটা এলাকার ভোটার ইমরান হোসেন। তিনি বলেন, ভোট কবে হবে সেই তারিখটাও জানি না। এখন পর্যন্ত কোনো প্রার্থী তার কাছে ভোট চাইতে আসেননি। তাই নির্বাচন নিয়ে তার কোনো আগ্রহ নেই।
উপজেলার দু’টি পৌরসভা ও ১২টি ইউনিয়নের মাঠঘাট চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। স্বতন্ত্র ব্যানারে নির্বাচন হলেও মূলত আওয়ামী লীগের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা চলছে। তাদের মধ্যে তিনজন চেয়ারম্যান, তিনজন ভাইস চেয়ারম্যান ও চারজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিযোগিতা করছেন। গত ২০ মে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়। আওয়ামী লীগের একাধিক প্রার্থী মাঠে থাকলেও বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলনসহ অন্য কোনো দলের প্রার্থীরা মাঠে নেই।
চেয়ারম্যান প্রার্থীরা হলেন- যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগ (আনারস), সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার (ঘোড়া প্রতীক), জেলা কৃষক লীগ নেতা ও সাবেক টিয়াখালী ইউপি চেয়ারম্যান সৈয়দ আকতারুজ্জামান কোক্কা (দোয়াত-কলম)।
চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদারের সাথে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম আল সাইফুল সোহাগ। তবে দলীয় সমর্থন পাওয়ায় সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার ভোট প্রার্থনায় বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন। অপর দিকে দলীয় সমর্থন নিয়ে মাথা ঘামাচ্ছেন না জেলা কৃষক লীগ নেতা ও সাবেক টিয়াখালী ইউপি চেয়ারম্যান সৈয়দ আকতারুজ্জামান কোক্কা। তিনি রয়েছেন সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায়।
ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের দফতর সম্পাদক মো: ইউসুফ আলী (চশমা), উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল (টিউবওয়েল), উপজেলা কৃষকলীগের নেতা আলহাজ মো: ইব্রাহীম খলিল (বই)। সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য নাজমুন নাহার মলি (কলস), উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শাহিনা পারিভিন সীমা (সেলাই মেশিন), মোসা: রাশেদা বেগম (ফুটবল), মোসাম্মাৎ লাইজু হেলেন লাকি (হাঁস)।
উপজেলা নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, উপজেলার ১২টি ইউনিয়ন ও দুইটি পৌরসভার মোট ভোটার দুই লাখ এক হাজার ১৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ দুই হাজার ৪৩ এবং মহিলা ভোটার ৯৯ হাজার ১৪৯ জন।


আরো সংবাদ



premium cement