১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পাবনার ভাঁড়ারার চেয়ারম্যান সুলতান গ্রেফতার

-

পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ খানকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে পাবনা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ভাঁড়ারার পাশের দোগাছী ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি এমরান আহমেদ তুহিন বলেন, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।
পাবনা সদর থানার ওসি রওশন আলী বলেন, সুলতান মাহমুদ খান একাধিক মামলার আসামি। দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আছে। সেই ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।


আরো সংবাদ



premium cement