সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে বর নিখোঁজ
- উজিরপুর (বরিশাল) সংবাদদাতা
- ২৫ মে ২০২৪, ০০:০০
বরিশালের উজিরপুরে সন্ধ্যা নদীতে গোসল করতে গিয়ে বর নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ মিরাজুল ইসলাম আরিফ (২৪) গাজীপুর জেলার কাশিমপুর থানার সুলতান মার্কেট এলাকার বাসিন্দা মো: মিন্টু খানের ছেলে। আরিফ স্কয়ার টেক্সটাইলের গাড়িচালক।
উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান জানান, নিখোঁজ আরিফ বিয়ের জন্য পরিবারসহ বৃহস্পতিবার রাতে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাববাড়ী এলাকায় আসেন। শুক্রবার সকাল ৯টার দিকে গাববাড়ী এলাকার মৃত নাসিরউদ্দিনের মেয়ে নিপা আক্তারের সাথে তার বিয়ে হয়। দুপুর ১২টার দিকে তার দুই ভাইসহ আরিফ সন্ধ্যা নদীর চতলবাড়ী এলাকায় গোসল করতে নামে। এ সময় স্রোতের টানে দুই ভাইসহ ভেসে যেতে থাকে। তখন স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে। তবে বর আরিফ নিখোঁজ হন। স্থানীয় ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা নিখোঁজের সন্ধানে তল্লাশি করছে।
উদ্ধার অভিযানে থাকা বরিশাল নৌ-ফায়ার সার্ভিসের ডুবুরিদের টিম লিডার নজরুল ইসলাম বলেন, নতুন বিয়ে করা বর স্রোতের টানে ভেসে গেছে। তার সন্ধানে ডুবুরিরা নদীতে তল্লাশি করছেন।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাফর আহমেদ বলেন, ফায়ার সার্ভিসের সাথে পুলিশের একটি টিম কাজ করছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা