গৌরনদী পৌরসভা উপ-নির্বাচনের তফসিল ঘোষণা
- উজিরপুর (বরিশাল) সংবাদদাতা
- ২৪ মে ২০২৪, ০০:০৫
বরিশালের গৌরনদী পৌরসভা উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বরিশাল জেলা সিনিয়র জেলা নির্বাচন অফিসার অহিদুজ্জামান মুন্সী।
গৌরনদী পৌরসভার মেয়র মো: হারিছুর রহমান গৌরনদী উপজেলা নির্বাচনে প্রার্থী হতে গত ২৭ এপ্রিল মেয়র পদ থেকে পদত্যাগ করলে ৩০ এপ্রিল পদটি শূন্য ঘোষণা করা হয়। এ ছাড়া ১ নং প্যানেল মেয়র ও গৌরনদী পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আতিকুর রহমানকে পৌরসভার দায়িত্বভার গ্রহণের জন্য চিঠি দেয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দানের শেষ দিন ৩০ মে, মনোনয়নপত্র বাছাই ২ জুন, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্বান্তের বিরুদ্ধে আপিল ৩ জুন, আপিল নিষ্পত্তি ৬ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ জুন, প্রতীক বরাদ্দ ১০ জুন ও নির্বাচন অনুষ্ঠান ২৬ জুন। ইভিএমের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা