দু’কুলই হারালেন বিএনপির বহিষ্কৃত দুই প্রার্থী
- ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
- ২৩ মে ২০২৪, ০০:০৫
মানিকগঞ্জের ঘিওর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দুই নেতা অংশ নিয়েছিলেন। দলীয় নির্দেশনা অমান্য করে নির্বাচনে অংশগ্রহণ করায় তাদের দল থেকে বহিষ্কার করা হয়। গত মঙ্গলবার ২য় দফার উপজেলা নির্বাচনে তারা পরাজিত হন।
বিএনপির এই দুই নেতা একদিকে হারালেন দলীয় পদ, অপরদিকে ভোটেও তারা হেরে গেলেন। অনেকে বলছেন, এই দুই নেতা এবার দুই কুলই হারালেন। গত মঙ্গলবারের নির্বাচনে একজনের জামানতও বাজেয়াপ্ত হয়।
ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান বলেন, ভোট বয়কট দলীয় সিদ্ধান্ত। এ লক্ষ্যে আমরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেছি।
বিএনপির বহিষ্কৃত নেতা খন্দকার লিয়াকত হোসেন জানান, বিএনপি ভোট বয়কটের কারণে ভোটার উপস্থিতি কম হয়েছে। এ ছাড়া মামলার কারণে আমি মূলত নির্বাচনের সাত দিন আগে থেকেই মাঠে ছিলাম না। আরেক প্রার্থী আব্দুল মান্নানকে মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেন, দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নিয়ে তারা বিশ্বাসঘাতকতার পরিচয় দেয়ায় তাদের বহিষ্কার করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা