০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`
উপজেলা নির্বাচন

চিতলমারীর ৩ পদেই দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা

ভোটারদের অভিমত
-

আজ মঙ্গলবার চিতলমারী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। চলছে চুলচেরা বিশ্লেষণ। কে জিতবেন আর কে হারবেন এ নিয়ে চলছে ব্যাপক হিসাব-নিকাশ ও আলোচনা। প্রার্থীদের জয়-পরাজয় নিয়ে সাধারণ ভোটারদের আগ্রহের সীমা নেই। তাদের অভিমত এবার এ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিটি পদে তিনজন করে প্রার্থী থাকলেও মূলত তিন পদেই লড়াই হবে দ্বিমুখী।
জানা গেছে, চিতলমারী উপজেলায় মোট ভোট কেন্দ্র ৪০টি। তার মধ্যে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ভোট কেন্দ্র ২৩টি। মোট ভোটার ১ লাখ ১৮ হাজার ৯৪৯ জন।
এ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অশোক কুমার বড়াল (মোটরসাইকেল), চিতলমারী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবু জাফর আলমগীর হোসেন (দোয়াত কলম) ও ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম অহিদুজ্জামান (আনারস) প্রতিদ্বন্দ্বিতায় নামেন। কিন্তু বিপক্ষ প্রার্থীদের প্রচারে নানা অনিয়ম দেখিয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এস এম অহিদুজ্জামান। তাই এখানে ভোটযুদ্ধে চেয়ারম্যান পদে লড়াই হবে অশোক কুমার বড়াল ও আবু জাফর মো: আলমগীর হোসেনের সাথে।
ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও যুবলীগের যুগ্ম আহ্বায়ক এস এম মাহাতাবুজ্জামান (তালা), হিজলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা কাজী আজমীর আলী (উড়োজাহাজ) এবং যুবলীগ নেতা সরদার মেহেদী হাসান (মাইক)। সাধারণ ভোটারদের মতে, এখানে তিনজন প্রার্থী থাকলেও লড়াই হবে এস এম মাহাতাবুজ্জামান ও কাজী আজমীর আলীর সাথে।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা সুলতানা মল্লিক (কলস), সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও যুব মহিলা লীগ নেত্রী শিবানী বিশ্বাস (ফুটবল) এবং চারুবালা হীরা (হাঁস)। সাধারণ ভোটারদের মতে, এ পদেও তিনজন প্রার্থী থাকলেও মূলত লড়াই হবে সুলতানা মল্লিক ও শিবানী বিশ্বাসের সাথে।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে আমরা সর্বদা সচেষ্ট রয়েছি। নির্বাচনকে ঘিরে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।’


আরো সংবাদ



premium cement
আগামীর বাংলাদেশ হবে তরুণ সমাজের বাংলাদেশ : ব্যারিস্টার রুমিন ফারহানা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ

সকল