১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

৩২ মণের যুবরাজকে নিয়ে ক্রেতার অপেক্ষায় সোনায়েত

খামারের সামনে দাঁড়িয়ে আছে ১৩০০ কেজির যুবরাজ : নয়া দিগন্ত -

মাসখানেক পর কোরবানির ঈদ। ঈদকে ঘিরে ব্যস্ত বাগেরহাটের চিতলমারী উপজেলার খামারিরা। তাদের খামারে কী চমক থাকে সেটা জানার আগ্রহ থাকে অনেকেরই। এবার চিতলমারী উপজেলার ৮৯৫টি খামারের মধ্যে চমক দেখাবে ‘যুবরাজ’। ৩২ মণ ওজনের এই গরুটিকে নিয়ে ক্রেতার অপেক্ষায় রয়েছেন সোনায়েত হোসেন (৫৫)।

সোনায়েত হোসেন জানান, বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা গ্রামে তার বসবাস। স্ত্রী, ছেলেমেয়েদের নিয়ে কৃষিকাজ করেন। পাশাপাশি গরুর খামার করছেন তিনি। চার বছর আগে তার খামারে ফ্রিজিয়ান জাতের এক গাভীর গর্ভে একটি এঁড়ে বাছুর (পুরুষ) জন্ম নেয়। আদর করে এটির নাম রাখেন তিনি ‘যুবরাজ’। যুবরাজকে তিনি পরম যতে্নর সাথে লালন-পালন করেছেন।
চার বছরে যুবরাজের ওজন এখন ১৩০০ কেজি (সাড়ে বত্রিশ মণ)। দাম হাঁকা হচ্ছে ১৬ লাখ টাকা। কম-বেশি হলে তিনি যুবরাজকে বিক্রি করে দিবেন।

সোনায়েত আরো বলেন, অনেক যত্ন করে যুবরাজকে লালন-পালন করেছি। ওকে বিক্রি করতে কষ্ট লাগবে, কিন্তু কিছু করার নেই। যুবরাজকে বিক্রির পর আরো একটি ছোট যুবরাজ কিনে লালন-পালন করব। চিতলমারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আহমেদ ইকবাল বলেন, এ উপজেলায় ৮৯৫টি গবাদি পশুর খামার রয়েছে।
কোরবানি উপলক্ষে খামারিরা পশু প্রস্তুত করছেন। আমরাও যথারীতি সহযোগিতা করছি। সোনায়েত হোসেনের যুবরাজ এ বছর প্রদর্শনীতে প্রথম স্থান অধিকার করেছে। আমরা চাই খামারিরা নায্যমূল্য পাক।


আরো সংবাদ



premium cement
বিজয় দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত কোম্পানীগঞ্জের দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, আহত অর্ধশতাধিক ১০ ট্রাক অস্ত্র মামলায় ডেথ রেফারেন্স ও আপিল শুনানি অব্যাহত এবিসি নিউজের বিরুদ্ধে মানহানির মামলায় দেড় কোটি ডলার পাচ্ছেন ট্রাম্প শীতের মধ্যে বৃষ্টির আভাস প্রেমিককে ভিডিও কলে রেখে জাবি শিক্ষার্থীর আত্মহত্যা জোরপূর্বক হিজাব খোলানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জনপ্রশাসন সংস্কারে বিএনপির প্রস্তাবে যা আছে কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ, প্রতিবেদন পাঠানো হলো রাষ্ট্রপতির কাছে কয়েক ঘণ্টার ব্যবধানে সিরিয়াতে ইসরাইলের ৬০ বার হামলা

সকল