১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রূপগঞ্জের জাঙ্গীর কুদুর মার্কেট-নদীরঘাট রাস্তাসহ ড্রেন নির্মাণকাজ উদ্বোধন

-

রূপগঞ্জের জাঙ্গীর কুদুর মার্কেট থেকে শীতলক্ষ্যা নদীরঘাট পর্যন্ত রাস্তাসহ ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সদস্য ছালাউদ্দিন ভূঁইয়া এ নির্মাণকাজের উদ্বোধন করেন। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদফতরের অর্থায়নে ২০২৩-২৪ অর্থবছরে এক কোটি ৬৬ লাখ ১১ হাজার ৬০৬ টাকা ব্যয়ে মেসার্স ফুলবানু এন্টারপ্রাইজ এ নির্মাণকাজের দায়িত্ব পায়।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা উপসহকারী প্রকৌশলী শফিউল আলম শ্যামল, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাছুম চৌধুরী অপু, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মামুন দোলন, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মজিবুর রহমান লিটন, মোবারক হোসেন প্রমুখ।


আরো সংবাদ



premium cement