০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

বগুড়ার আরএসএফ মডেল স্কুল এবারো শতভাগ জিপিএ ৫

-

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে এবারো শতভাগ জিপিএ ৫ পেয়েছে বগুড়া আরএসএফ মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। এ সাফল্যে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা খুশি। ধারাবাহিক সাফল্যের পেছনের প্রধান কারণ হলো নিজস্ব অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী সারা বছর পাঠদান বলে জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষ গোলাম সারওয়ার।
এই শিক্ষা প্রতিষ্ঠানটি ব্যবসায়িক গ্রুপ রহিম আফরোজ কোম্পানির স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আরএসএফ কর্তৃক প্রতিষ্ঠিত ও সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট কর্তৃক পরিচালিত। প্রতিষ্ঠানটি বগুড়ার শাজাহানপুর উপজেলায় অবস্থিত। চলতি বছর এ প্রতিষ্ঠান থেকে ২৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ ৫ পেয়েছে এবং তাদের মধ্য থেকে ২৫ জনই পেয়েছে গোল্ডেন জিপিএ ৫। এখানে প্রাথমিক শাখা অনাবাসিক এবং ৬ষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সম্পূর্ণ আবাসিক। এখানে যেসব পরিবারের মাসিক আয় ১০ হাজার টাকার নিচে তারাই পড়ালেখার সুযোগ পায় এবং সম্পূর্ণ খরচ স্কুল কর্তৃপক্ষ বহন করে। অভিভাবকদের মতে এমন সাফল্যের পেছনে রয়েছে শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম, প্রতিষ্ঠান প্রধানের সঠিক দিকনির্দেশনা এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা।


আরো সংবাদ



premium cement