০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

লক্ষ্মীপুরে অস্ত্র মামলায় যুবকের ১৭ বছর কারাদণ্ড

-

লক্ষ্মীপুরে অস্ত্র মামলায় জুয়েল চন্দ্র ওরফে জুয়েল রানা (২৭) নামে এক যুবকের ১৭ বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। গত রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত জুয়েল নোয়াখালী জেলার চরজব্বর থানাধীন চরবাটা গ্রামের কৃষ্ণ চন্দ্র দাসের ছেলে। রায়ের সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। জুয়েল পলাতক রয়েছেন।
জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, অস্ত্র মামলায় আসামি জুয়েল রানা আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন। আদালত তাকে অস্ত্র আইনের ১৯ এ ধারায় ১০ বছর ও ১৯ এফ ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। আদালত মো: সুজন নামে অপর আসামিকে বেকসুর খালাস দিয়েছেন। সুজন রামগতির চরগাজী গ্রামের নুরুল হকের ছেলে।
২০১৯ সালের ১০ জানুয়ারি লক্ষ্মীপুরের রামগতির হাজিরহাট বাজার থেকে পুলিশ দেশীয় বন্দুক ও ৯টি কার্তুজসহ জুয়েল রানা ও জুয়েলকে আটক করে। আটকরা পুলিশকে জানায়, অস্ত্রটি নির্বাচনকে কেন্দ্র করে সস্ত্রাসী কর্মকাণ্ড চালানোর উদ্দেশে সুজন জুয়েলের কাছ থেকে ভাড়া করে। পরে নির্বাচন শেষে অস্ত্র নিয়ে যাওয়ার সময় তারা পুলিশের হাতে ধরা পড়েন।


আরো সংবাদ



premium cement

সকল