দশমিনায় সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষের প্রতিবাদ কৃষকদের
- দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা
- ১৩ মে ২০২৪, ০০:০৫
পটুয়াখালীর দশমিনায় সরকারি খাল অবমুক্তকরণের দাবিতে চার গ্রামের কৃষকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ মানববন্ধন করেছেন। রোববার দশমিনা উপজেলার পূর্ব লক্ষ্মীপুর ঈদগাহ মাঠের সামনের সড়কে প্রায় ঘণ্টাব্যাপী দেড় শতাধিক মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন সাহেল আহম্মেদ প্যাদা, আব্দুল মালেক গোলেনতাজ, ইদ্রিস আহম্মেদ সিকদার, আলী আকব্বার গাজী, শাহ আলম, রহমান গাজী, হাফেজ প্যাদা, মস্তোফা মৃধা, আলী আহম্মেদ গাজী, রাফিউল গাজী, মজিবুর রহমান গাজী প্রমুখ।
বক্তারা বলেন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মহাসিন জোমাদ্দার সরকারি খালে বাঁধ দিয়ে মাছ শিকার করার কারণে পূর্ব লক্ষ্মীপুর, কাটাখালী, সৈয়দ জাফর ও গোলখালী গ্রামের কৃষকের কৃষি কাজে ব্যঘাত হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে খাল অবমুক্ত করার দাবি জানান তারা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা