সাভারে কালা গ্যাং সদস্যদের ছুরিকাঘাতে আহত যুবক আইসিইউতে
- সাভার (ঢাকা) সংবাদদাতা
- ১২ মে ২০২৪, ০০:০৫
সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লায় কালা গ্যাং সদস্যদের ছুরিকাঘাতে আকাশ মাহমুদ (২৪) নামে এক যুবক গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিয়ে ভর্তি করে। তিনি বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন।
গতকাল সাভার মডেল থানার ওসি (তদন্ত) আব্দুর রশিদ জানান, আন্তঃকোন্দলে ঘটনাটি ঘটেছে। এর আগে শুক্রবার রাতে তাকে ছুরিকাঘাত করা হয়। আহত আকাশ মাহমুদ সাভার পৌরসভার ভাটপাড়া মহল্লার মোহাম্মদ আলীর ছেলে। সম্প্রতি ঢাকা জেলা (উত্তর) পুলিশ অভিযান চালিয়ে দুই শতাধিক কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার বিষয়ে এক সংবাদ সম্মেলন করার পর এ ঘটনাটি ঘটে।
ওসি (তদন্ত) আব্দুর রশিদ জানান ব্যাপারটি খতিয়ে দেখা হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা