দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রতিবন্ধী নিহত
- মৌলভীবাজার প্রতিনিধি
- ১২ মে ২০২৪, ০০:০৫
মৌলভীবাজারের রাজনগরে এক বাক প্রতিবন্ধী কিশোরের সাথে বেড়াতে গিয়ে আরেক শারীরিক প্রতিবন্ধী কিশোর ছুরিকাঘাতে নিহত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের ক্ষেমসহস্র গ্রামের একটি খালি বাড়ির পাশে ঘটনাটি ঘটে। নিহত কিশোর প্রদীপ দেব ক্ষেমসহস্র গ্রামের প্রবাসী প্রনয় দেবের ছেলে।
জানা গেছে, গ্রামের বিমল দেবের ছেলে বাকপ্রতিবন্ধী সাধন দেবের সাথে দীর্ঘদিনের সখ্য রয়েছে প্রদীপের। সন্ধ্যায় সাধনের সাথে প্রদীপ বেড়াতে বের হয়। এক সময় সাধন তার বাড়িতে গিয়ে ইশারা ইঙ্গিতে বলে একজন মুখোশধারী দুর্বৃত্ত প্রদীপকে ছুরি মেরেছে।
রাজনগর থানার (ওসি) আব্দুস ছালেক বলেন, বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। সাধনকে আমাদের হেফাজতে রাখা হয়েছে। সাধনের দেয়া তথ্য মতে, সন্দেহ হচ্ছে মুখোশধারী একজন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে। মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মনজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।