নড়িয়ায় তৃতীয়বারের মতো ইসমাইল হক ও ভেদরগঞ্জে ওয়াছেল কবির বিজয়ী
- শরীয়তপুর প্রতিনিধি
- ১১ মে ২০২৪, ০০:৩৭
প্রথম ধাপের ষষ্ঠ উপজলা পরিষদ নির্বাচনে শরীয়তপুরের নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে এ কে এম ইসমাইল হক মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩০,২২৮ ভোট পেয়ে তৃতীয়বারের মতো বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মামুন শিকদার (ভিপি মোস্তফা) পেয়েছেন ২০,৫২৭ ভোট।
ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলমগীর ফকির। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাজিয়া সুলতানা মনি বিজয়ী হয়েছেন। নড়িয়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ২,২২,২১২ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ৫৩,১৫৯ জন ভোটার।
ভেদরগঞ্জ উপজেলায় ওয়াছেল কবির গুলফাম আনারস প্রতীক নিয়ে ৬০,৩১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান হুমায়ুন কবীর মোল্যা মোটরসাইকেল প্রতীক নিয়ে ৪২,৫২৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। ভেদরগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২,৩৩,০৭৩ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ১,০৩,১২৪ জন ভোটার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা