সাতক্ষীরায় সড়ক সংস্কার দাবিতে জেলা নাগরিক কমিটির মানববন্ধন
- সাতক্ষীরা প্রতিনিধি
- ১১ মে ২০২৪, ০০:০০
সাতক্ষীরা শহরের পোস্ট অফিসের মোড় থেকে পুরাতন সাতক্ষীরার হাটখোলা পর্যন্ত সরকারি কলেজ সড়ক পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন জেলা নাগরিক কমিটি ও স্থানীয় জনসাধারণ। গত বুধবার সকাল ৯টা হতে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অ্যাড. শেখ আজাদ হোসেন বেলাল। বক্তব্য রাখেন, জেলা নাগরিক কমিটির সদস্যসচিব আবুল কালাম আজাদ, শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ, প্রবীণ রাজনীতিবিদ সুধাংশু শেখর সরকার, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকার, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক শেখ হারুন উর রশিদ, ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি শেখ এজাজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান খান, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, নাগরিক নেতা আলী নুর খান বাবুল, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সুরেশ পাণ্ডে, সাংবাদিক গোলাম সরোরার, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, জেলা শিল্পকলা একাডেমির সদস্যসচির শেখ মুসফিকুর রহমান মিল্টন প্রমুখ। মানববন্ধন থেকে আগামী এক সপ্তাহের মধ্যে জনগুরুত্বপূর্ণ এই সড়কের নির্মাণ কাজ শুরুর উদ্যোগ না নিলে আগামী ২ জুন সড়কটিতে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা