ধনবাড়ী মাদকমুক্ত করার দাবিতে মানববন্ধন
- ০৭ মে ২০২৪, ০০:০৫
টাঙ্গাইলের ধনবাড়ীতে সর্বস্তরের জনগণের ব্যানারে মাদকমুক্ত উপজেলা গড়ার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। মাদক নির্মূলে মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী। গত রোববার দুপুরে ধনবাড়ী উপজেলাবাসীর আয়োজনে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড চত্বরে মানববন্ধন হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল চলাকালে মহাসড়কে প্রায় ঘণ্টাব্যাপী যান চালাচল বন্ধ হয়ে যায়। মানববন্ধনে ধনবাড়ী পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল, প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক মাহফুজ, কাউন্সিলর মিনহাজ উদ্দিন, দুর্নীতি প্রতিরোধ কমিটি ধনবাড়ীর সভাপতি মীর আশরাফ হোসেন, মানবাধিকারকর্মী শহিদুল্লাহ, নাজির উদ্দিন, ভবেশ ঘোষ, কবির হোসেন প্রমুখ বক্তব্য দেন। মানববন্ধন শেষে ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন এলাকাবাসী। ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা