০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`
কোটালীপাড়ায় নির্বাচনী সভা

দুর্নীতিবাজ ও অপশক্তি বিতাড়িত করার আহ্বান

-

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র কামাল হোসেন শেখ বলেছেন, দুর্নীতিবাজ ও অপশক্তিকে বিতারিত করতে হলে আগামী ৮ মে উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকে ভোট দিয়ে খাঁটি আওয়ামী লীগের একজন ভালো মানুষকে নির্বাচিত করুন। যার কাছ থেকে আপনারা সবসময় সেবা পাবেন।
গত শুক্রবার রাতে কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের ধারাবাশাইল বাজারের রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গনে জাহাঙ্গীর হোসেন খানের ঘোড়া প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি আহ্বান জানান।
সাবেক ইউপি সদস্য সালেক শেখের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কৃষ্ণ প্রসাদ মজুমদার, যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র অহিদুল ইসলাম হাজরা, চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেন খান, আওয়ামী লীগ নেতা ফরমান মুন্সি, কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিন্দ্র নাথ রায়, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা, মাওলানা জাকির বিন জয়নুল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা খগেন্দ্র নাথ তালুকদার, পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলীম আহম্মেদ ছোটন, সাধারণ সম্পাদক আলীউজ্জামান জামিরসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন।
বক্তারা আগামী ৮ মে ঘোড়া মার্কায় ভোট দিয়ে কান্দি ইউনিয়ন থেকে জাহাঙ্গীর হোসেন খানকে প্রথম স্থান অধিকার করার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা বলেন, নির্লোভী এবং একজন ভালো মনের সৎ মানুষ পেয়েছি। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেন খান যেন নিরঙ্কুশভাবে জয় লাভ করতে পারে।


আরো সংবাদ



premium cement