১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বরিশালে হাসপাতালে নবজাতক রেখে পালিয়েছে স্বজনরা

-

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক নবজাতককে রেখে তার মা ও স্বজনরা চলে গেছেন। শিশুটিকে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা দিচ্ছে। হাসপাতালের শেখ রাসেল স্ক্যানু নবজাতক সেবা কেন্দ্রে শনিবার ভোরে ওই মেয়ে শিশুটিকে ভর্তি করা হয়। এরপর থেকে রোববার পর্যন্ত তার স্বজনদের কোনো সন্ধান মিলছে না বলে জানিয়েছেন কেন্দ্রের সেবিকা ইনচার্জ জয়নব বিবি।
জয়নব বলেন, শুক্রবার রাতে কোনো একটি ক্লিনিকে শিশুটির জন্ম হয়। মাত্র ৬০০ গ্রাম ওজনের শিশু কন্যাকে ওই রাতে আমাদের হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালের পর থেকে শিশুটির সাথে কাউকে না পেয়ে ভর্তির সময় দেয়া একটি ফোন নম্বরে যোগাযোগ করা হয়। তারা আসবে বলে জানালেও দুপুর পর্যন্ত কেউ আসেনি। রোববার সকাল থেকে ওই নম্বরে একাধিকবার কল করা হলেও কেউ রিসিভ করেনি।
শিশুটিকে ভর্তির সময় ঝালকাঠির নলছিটি উপজেলার বাসিন্দা চম্পার সন্তান হিসেবে উল্লেখ ছিল জানিয়ে ওই সেবিকা বলছেন, বর্তমানে শিশুটি সেবা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। তার শারীরিক অবস্থাও বেশি ভালো না। শিশুর চিকিৎসা ব্যয় হাসপাতাল থেকে করা হচ্ছে।


আরো সংবাদ



premium cement