০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

শায়েস্তাগঞ্জে রেললাইনের পাশে ময়লার ভাগাড়

শায়েস্তাগঞ্জের দাউদনগর বাজারের পাশে ময়লা-আবর্জনার ভাগাড় : নয়া দিগন্ত -

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভাধীন দাউদনগর বাজারসংলগ্ন রেললাইনের আশপাশটা যেন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। মাছ, গোশত ও কাঁচাবাজারের উচ্ছিষ্ট ফেলে স্তূপীকৃত করে রাখায় সেগুলো রোদে পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। তৈরি হচ্ছে নানান রোগজীবাণু। এসব দেখার যেন কেউ নেই।
দাউদনগর বাজারে কাকডাকা ভোর থেকে মধ্যরাত পর্যন্ত আশপাশের ক্রেতা-বিক্রেতাদের ভিড় লেগেই থাকে। এর ফলে ময়লার ভাগাড়ে জন্ম নেয়া বায়ুবাহিত রোগবালাই ছড়িয়ে পড়ায় জনস্বাস্থ্যের জন্য তা মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
সরেজমিন দেখা যায়, পৌরসভা এলাকার ভেতরে দাউদনগর বাজার ঘেঁষে চলে গেছে ঢাকা-সিলেট রেলপথটি। বাজারের প্রয়োজনেই এর পাশে স্থাপন করা হয়েছে কাঁচা-পাকা নর্দমাগুলো। কিন্তু এগুলো দীর্ঘ দিন ধরে পরিষ্কার না করায় ময়লা আবর্জনা জমে পচে পুঁতিময় দুর্গন্ধ ছড়াচ্ছে। এই ময়লার ভাগাড় ও ড্রেন এখন ডেঙ্গুবাহী মশা উৎপাদনের স্থান হয়ে দাঁড়িয়েছে।
দাউদনগর বাজারের পাশেই রয়েছে একটি রেলক্রসিং। এটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিএনজি স্ট্যান্ড, রিকশা স্ট্যান্ড ও হোটেলসহ অর্ধশত দোকানপাট। সারাদিন সেখানে অসংখ্য মানুষের সমাগম ঘটে। সব শ্রেণীর মানুষের আনাগোনায় মুখরিত থাকে এলাকাটি। এমন একটি এলাকার পাশেই এই ময়লার ভাগাড়, যেখান থেকে বাতাসে ছড়িয়ে পড়ছে রোগবালাই। অথচ বাজার কর্তৃপক্ষের কোনো নজর নেই সেই দিকে।
কেনাকাটার প্রয়োজনে বাজারে আসা ক্রেতা মাহমুদ হোসেন বলেন, বিভিন্ন রোগবালাই সংক্রমণের আশঙ্কা থাকা সত্ত্বেও প্রয়োজনের তাগিদে আসতে হয় বাজারে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব নর্দমা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জরুরি। নারী ক্রেতা মৌসুমী আক্তার জানান, বাজারের আশপাশটা ময়লার ভাগাড় একদিকে যেমন জনস্বাস্থ্যের জন্য হুমকি, অন্যদিকে কাঁচা-পাকা ড্রেনগুলো ডেঙ্গুবাহী মশা উৎপাদনের কারখানা তৈরি হয়ে আছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ বিষয়ে একটি বিহিত করা দরকার।


আরো সংবাদ



premium cement
সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হাসিনাকে ফিরিয়ে আনা সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে : প্রধান উপদেষ্টা খাদ্যগুদাম তৈরিতে পরামর্শক খরচই ২৯০ কোটি টাকা তারেক রহমানের বিরুদ্ধে ৪ মামলা বাতিলের রায় বহাল সফটওয়ার শিল্পে কর্মসংস্থান ও বিদেশী মুদ্রা হারানোর শঙ্কা তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন : সালাহউদ্দিন বাধ্যতামূলক ছুটি ৬ ব্যাংকের এমডিকে ভয়ঙ্কর রূপে তালিকাভুক্ত ৯৭৯ ছিনতাইকারী ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ ও গোয়েন্দাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ সেন্টমার্টিন রক্ষায় বিশ্বমানের উদ্যোগ আরামকোর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানানো হয়নি : সৌদি রাষ্ট্রদূত

সকল