বড়াল পাড়ে সারি সারি ইটভাটা : বিপন্ন নদী ও পরিবেশ
- বেড়া (পাবনা) সংবাদদাতা
- ০৪ মে ২০২৪, ০০:০০
পাবনার সাঁথিয়া, ফরিদপুর ও সিরাজগঞ্জ উপজেলার বড়াল নদীর দক্ষিণ পাড়ে নিয়মবহির্ভূতভাবে গড়ে উঠেছে সারি সারি ইটভাটা।
তিনটি উপজেলার বড়াল পাড়ে গড়ে ওঠা ২২টি ইটভাটাই অবৈধ। অভিযোগ উঠেছে, নদী পাড়ের চর থেকে ইট বানানোর জন্য মাটি কেটে সাবার করছে ভাটা মালিকরা। শুধু তাই নয়, ইট ও মাটি পরিবহনের জন্য বড়াল নদী থেকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পর্যন্ত নির্মাণ করেছে একাধিক অবৈধ রাস্তা।
স্থানীয়দের অভিযোগ, ইটভাটার কারণে এলাকার প্রকৃতি ও পরিবেশ যেমন ক্ষতি হচ্ছে, তেমনি বিপন্ন হচ্ছে বড়াল নদী। স্থানীয় প্রশাসনের নাকের ডগায় এভাবে প্রকৃতি ও পরিবেশ ধ্বংস করা হলেও দেখার কেউ নেই। ইটভাটার মালিকরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কথা বলার সাহস পাচ্ছেন না কেউ।
সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের সেলন্দা বাজারের পাইকারি ব্যবসায়ী রজব আলী বলেন, ২০১৮ সাল থেকে বড়াল নদীর দক্ষিণপাড়ে ইটভাটা স্থাপনের কাজ শুরু হয়। চরের মাটি দিয়ে ইট বানানো লাভজনক হওয়ায় নিয়ম-নীতির তোয়াক্কা না করেই প্রভাবশালীরা এতগুলো ইটভাটা গড়ে তুলেছেন।
এসব ভাটায় ইট বানানোর জন্য মাটির জোগান দিতে দিন-রাত এস্কেভেটর মেশিন দিয়ে চলছে মাটি কাটার মহোৎসব। ভাটাগুলোর নেই বৈধ অনুমোদন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা