ড. লোকমান হোসেনের পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলোশিপ অর্জন
- লালমোহন (ভোলা) সংবাদদাতা
- ০৪ মে ২০২৪, ০০:০০
ভোলার লালমোহনের ড. মো: লোকমান হোসেন হংকং সরকারের পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলোশিপ অর্জন করেছেন। তিনি লালমোহন পৌরসভা ১২নং ওয়ার্ডের সওদাগর বাড়ির আব্দুল জব্বার মানিক সওদাগরের ছেলে।
ড. লোকমান লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৯৯ সালে স্টার মার্কসহ বিজ্ঞান বিভাগে এসএসসি এবং সরকারি শাহবাজপুর ডিগ্রি কলেজ থেকে ২০০১ সালে প্রথম শ্রেণীতে এইচএসসি পাস করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট সাইন্স থেকে ২০০৮ সালে পরিবেশ বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণীতে প্রথম স্থানসহ বিএসসি ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে তিনি প্রথম শ্রেণীতে মাস্টার্স এবং ২০১৬ সালে জার্মানির ইউনিভার্সিটি অব বেইরিয়থ থেকে গ্লোবাল চেঞ্জ ইকোলজি বিষয়ে দ্বিতীয় মাস্টার্স সম্পন্ন করেন। তিনি বর্তমানে হংকং ব্যাপটিস্ট ইউনিভার্সিটিতে পোস্ট ডক্টরাল রিসার্চার হিসেবে কর্মরত আছেন। ড. লোকমান হোসেন সবার কাছে দোয়া প্রার্থী।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা