১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
উপজেলা নির্বাচন

গলাচিপায় উত্তাপহীন নির্বাচনে নানা প্রতিশ্রুতি

-

বিএনপি বা জাতীয় পার্টিসহ বড় রাজনৈতিক দলের কোনো প্রার্থী না থাকায় গলাচিপা উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের একক আধিপত্য রয়েছে। প্রতীক বরাদ্দ পাওয়ার আগেই প্রার্থীরা বিভিন্নভাবে চালিয়ে যাচ্ছেন প্রচারণা। চাইছেন তাদের পক্ষে ভোট ও দোয়া। দিচ্ছেন নানা নির্বাচনী প্রতিশ্রুতি। জনসমর্থন পেতে সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠানসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যোগ দিচ্ছেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচারণা চালাচ্ছেন তারা।
গলাচিপায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রত্যেকটি পদে চারজন করে মোট ১২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন এবং প্রত্যেকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
চেয়ারম্যান পদে নির্বাচনে মাঠে আছেন মু: শাহিন। যিনি বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বারবার জেলায় শ্রেষ্ঠ চেয়াম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।
প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সামসুজ্জামান লিকন। তিনি উপজেলা চেয়ারম্যান ও পানপট্টি ইউপি চেয়ারম্যান ছিলেন।
চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে আছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ওয়ানা মার্জিয়া নিতু। তিনি গলাচিপা পৌরসভার সাবেক মেয়র মরহুম আব্দুল ওহাব খলিফার মেয়ে এবং বর্তমান পৌরমেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আহসানুল হক তুহিনের বোন।
এ ছাড়া মনোনয়নপত্রের বৈধ ঘোষণা পেয়েছেন অপর প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জেল হোসেন মাসুদ। তিনি বিত্তবান ও সমাজসেবক।
ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিচ্ছেন পটুয়াখালী জেলা মৎস্য লীগের সভাপতি নিজামউদ্দীন তালুকদার, ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ফরিদ আহসান কচিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিফাত হাসান, পৌর আওয়ামী লীগের নেতা রেজাউল কবির মোল্লা।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন- পৌর আওয়ামী লীগের সদস্য শিরিন নাহার, সাবেক মহিলা কাউন্সিলর হেলেনা বেগম, উপজেলা মহিলা আওয়ামী লীগের দফতর সম্পাদক তহমিনা আক্তার ও মহিলা যুবলীগের আহ্বায়ক সাফিয়া বেগম।
নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ শেষ হয়েছে গত ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেয়া হবে ২ মে। আগামী ২১ মে গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপজেলায় একটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন রয়েছে।


আরো সংবাদ



premium cement
সাবেক ছাত্রলীগ নেত্রী নদী গ্রেফতার সিরিয়ার নতুন সরকারের সাথে যোগাযোগ রাশিয়ার সিরিয়ার নতুন শাসকদের প্রতি হিজবুল্লাহপ্রধানের আহ্বান ইসরাইলের সাথে সঙ্ঘাতে আগ্রহী নন সিরিয়ার নতুন নেতা সাবেক ফুটবলার কাভেলাশভিলিই জর্জিয়ার প্রেসিডেন্ট ঘড়ির সময় বদলাতে চান না ট্রাম্প ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ : ওয়েইসি সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা

সকল