১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ধামরাইয়ে তীব্র তাপদাহে চার্জার ফ্যান ও চার্জার ব্যাটারি বিক্রির ধুম

-

একদিকে তীব্র গরম, অন্যদিকে বিদ্যুতে লোডশেডিং। এ কারণে ধামরাই উপজেলার বিভিন্ন ইলেকট্রনিকস দোকানে চার্জার ফ্যান ও চার্জার ব্যাটারি বিক্রি বেড়ে গেছে। সেই সাথে নষ্ট চার্জার ফ্যানগুলো ঠিক করার জন্য ভিড় করছে ইলেকট্রনিক্স মেকানিকদের কাছে মানুষ।
এ প্রসঙ্গে ধামরাই বাজার টিভি ইলেকট্রনিকস মেকানিক প্রাণ গোপাল কৃষ্ণ বলেন, আকাশে মেঘের ছায়া পর্যন্ত নেই। খাঁ খাঁ রোদে মানুষ এখন হাঁসফাঁস করছে। গরমের হাত থেকে রক্ষা পেতে মানুষ রাস্তাঘাটে মানুষের চালাচল কমে গেছে। নতুন চার্জার ফ্যান কিনতে ও পুরাতন চার্জার ফ্যান মেরামত করে নিতে ভিড় জমাচ্ছে আমার দোকানে। হাতে এতো কাজ, শেষ করে উঠতে পারছি না। কাস্টমাররাও তাগাদা দিচ্ছে, তাদের পুরাতন চার্জার ফ্যানগুলো তাড়াতাড়ি সেরে দেয়ার জন্য।


আরো সংবাদ



premium cement